চট্টগ্রামে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেনা কয়েক হাজার শিবিরের নেতা-কর্মী
চট্টগ্রাম,
১৪ অক্টোবর::চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদুল আযহার ছুঁটি শুরু
হলেও এবার ঈদ উপলক্ষে বাড়ী যাচ্ছে না ইসলামী ছাত্র শিবিরের কয়েক হাজার
নেতা কর্মীরা। ঈদুল আযহার সময় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও
মেসগুলোতে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে ও ঈদ পরবর্তীতে সরকার বিরোধী
আন্দোলনের প্রস্ততি হিসাবে তারা বাড়ী না গিয়ে কৌশল হিসাবে এ সিদান্ত নিয়েছে
বলে জানা গেছে।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাজী
মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম সরকারী কলেজ, সিটি বিশ্ববিদ্যালয় কলেজ,
পলিটেকনিক ইনষ্টিটিউট, চট্টগ্রাম কমার্স কলেজসহ নগরীর বেশ কিছু শিক্ষা
প্রতিষ্ঠানের শিবির নেতা কর্মীরা এবার ঈদুর আযহার বন্ধে বাড়ী যাচ্ছেনা। এসব
শিক্ষা প্রতিষ্টান ও এলাকায় শিবিরের আধিপত্য ধরে রাখা, ঈদের পর সরকার
বিরোধী আন্দোলন জোরদার, ২৫ অক্টোবর ১৮ দলীয় জোটের সরকার পতনের ডেড লাইন
ঘোষণা, ঈদ পরবর্তী ১৮দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার চট্টগ্রামে জনসভাসহ
বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু ও কৌশল মাথায় রেখে সংগঠনের হাইকমান্ডের
নির্দেশে তারা বাড়ী যাচ্ছেনা। এ বিষয়টি নিয়ে প্রশাসনের উবর্ধতন
কর্মকর্তাদের মধ্যেও বিরাজ করছে এক ধরণের অস্থিরতা। প্রশাসন বিএনপিকে নিয়ে
যথটা চিন্তিত বা ঘর্মাক্ত হচ্ছে, তার চেয়ে অনেক বেশী চিন্তিত ও ঘর্মাক্ত
হচ্ছে শিবিরকে নিয়ে। কারণ হিসাবে জানাযায়, জামায়াত শিবির ঈদ পরবর্তী পুলিশ
সহ আ’লীগ নেতা কর্মীদের উপর বেশ মারমুখী হয়ে উঠতে পারে। প্রশাসন এমনকি
আ’লীগের কেন্দ্রীয় হাইকমান্ডও জামায়াত শিবির নিয়ন্ত্রণে রীতিমত চক আঠছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নগরীর এক শিবির নেতা
বিষয়টি সরাসরি অস্বীকার না করে জানান, যেহেতু ইসলামী ছাত্র শিবির নেতা
কর্মীরা দায়িত্বশীলের প্রতি অনুগত তাই দায়িত্বশীল বা নেতৃবৃন্দের যেকোন
নির্দেশ সবাই পালন করতে প্রস্তুত। এ ধরণের কোন সিদান্ত সংগঠন দিলে সংগঠনের
নেতা কর্মীরা তা জানমাল দিয়ে পালন করে যাবে।
নগর শিবিরের কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ
না করে আরো জানান, এ সরকারে পাঁচ বছরে আ’লীগ নেতাদের নির্দেশে প্রশাসন
আমাদের সংগঠন ও নেতাকর্মীদের উপর অনেক নির্যাতন করেছে। ২৪ অক্টোবরের পর
প্রশাসন আ’লীগের এ অন্যায় আবদার ও নির্দেশ পালন করবেনা। তখন প্রশাসন
নিরপেক্ষভাবে কাজ করবে। তাছাড়া আমাদের সাথে প্রশাসনেরও কোন শত্রুতা নেই।
সুতরাং আমরা রাজপথে আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন কর্মসূচী পালন করতে আর
কোন বাঁধা থাকার কথা নয়।
এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে
অভিযুক্ত জামায়াত নেতাদের আপিল ও রায়ের সর্বশেষ সরকারী সিদান্ত গভীরভাবে
পর্যবেক্ষণ করছে ক্যাডার ভিত্তিক এ সংগঠনটি। ঈদের পর সারা দেশে সংগঠনের
নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে আঠঘাট বেঁধে আন্দোলনে নামছে বলেও জানান, নগর
শিবিরের কয়েকজন শীর্ষ নেতা। এক্ষেত্রে প্রয়োজনে তারা বিএনপি’র আন্দোলনের
জন্যও অপেক্ষা করবেনা বলে জানান। ইতোমধ্যে ঈদের পর সরকার বিরোধী আন্দোলনে
নামতে চট্টগ্রামে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে প্রতিনিয়ত কৌশল নির্ধারণে
পরামর্শ সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদান্ত নিয়েছে বলে জানান শিবিরের
একাধিক নেতাকর্মী। আন্দোলন সফল করতে প্রয়োজনে কয়েক হাজার হাজার নেতাকর্মী
গ্রেফতার ও শহীদ হতে প্রস্তুত বলেও জানান তারা।






0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন