সোমবার, ৪ নভেম্বর, ২০১৩

আবার বিয়ে, বাচ্চা নিয়ে চিন্তা!



বেশ কয়েক বছর আগে দ্বিতীয় বিয়ে করেন মাহফুজতার স্ত্রী মারা যাওয়ার সময় তাদের ছেলেটির বয়স ছিল ৪ বছরপারিবারিক চাপে আবার বিয়েতে সম্মতি দেনযিনি দ্বিতীয় স্ত্রী হয়ে আসেন তারও ছিল দ্বিতীয় বিয়েআগের ঘরে একটি মেয়ে আছে তার বাবার বিয়ের কথা অন্যদের মুখে শুনে মাহফুজের ছেলেটি তার কাছ থেকে দূরে সরে যেতে থাকেতিনিও নিজের বিয়ের কথা সন্তানকে সরাসরি বলতে পারেননিমাহফুজ বলেন, “ভেবেছিলাম, ও তো ছোট, তেমন কোনো সমস্যা হবে নাসে সময় সবাই এমনটাই বলেছিলতবে ছেলেটি কেমন চুপচাপ হয়ে গেলআমার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বোঝাপড়া ভালো হল না তারস্ত্রীও তার মেয়েটিকেই বেশি যত্ন করতবড় হওয়ার পর ছেলেটি আমাকে ছেড়ে চলে যায়ওকে আসলে বুঝতে পারিনি আমিওর অভিমান বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছিলবিচ্ছেদ কিংবা মৃত্যু- প্রিয়জনকে হারিয়ে জীবন অনেকটাই স্থবির হয়ে পড়েতবু থেমে থাকে না জীবনচলে যায় অমোঘ নিয়মেএ চলার পথেই হয়তো নতুন সঙ্গীর প্রয়োজন পড়েঅনেকেই এ সময় সন্তানের কথা ভেবে সিদ্ধান্তহীনতায় ভোগেনসন্তান নাকি নিজের জীবন কোনটা প্রাধান্য দেবেন? বাবা অথবা মায়ের নতুন সঙ্গীকে সব সময় মেনে নিতে পারে না সন্তানএসব পরিস্থিতি অনেকটা এড়ানো সম্ভব, যদি শুরুতেই বিষয়টি সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনা করা যায়এক্ষেত্রে সন্তানের সিদ্ধান্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবেনাট্যব্যক্তিত্ব সারা যাকের বলেন, “মানুষের এসব সম্পর্কের জায়গা বেশ জটিলমনোজগতে নানান ধরনের আলোড়ন চলতে থাকেএ সমাজে বাবার আবার বিয়ে যদিও সন্তানদের কাছে নতুন কিছু নয়তবে মায়ের দ্বিতীয় বিয়ে এখনও অপ্রত্যাশিতইএকজন মানুষ একা হয়তো তার জীবন পাড়ি দিতে পারেতবে তার চলার পথে বন্ধু বা একজন সঙ্গী থাকলে ক্লান্তি ভর করে নাসমাজকেও এই বিষয়ে উদার হতে হবেএটি মনে করা অন্যায় যে সঙ্গীবিহীন অবস্থায় মানুষকে থাকতে হবেতবে মনে রাখতে হবে, স্ত্রী থাকা অবস্থায় বা তাকে না জানিয়ে বিয়ে করা দণ্ডনীয় অপরাধ স্ত্রীর মৃত্যু বা বিবাহ বিচ্ছেদের পর সন্তানকে না জানিয়ে হুট করে সংসারে নতুন সঙ্গী নিয়ে আসেন অনেকেযা সন্তানের মনোজগতে প্রভাব ফেলেআকস্মিক এ আঘাত সে মেনে নিতে পারে নাপারিবারিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়এ ক্ষেত্রে মা-বাবা যদি আগেই সন্তানের সঙ্গে পুরো বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করে নেন, তাহলে পরে সমস্যায় পড়তে হবে না অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী বলেন, “একটা ছোট শিশুরও মনস্তাত্বিক ব্যাখ্যা থাকেতাই সন্তানকে বোঝাতে হবে, এ বিষয়ে সে-ই মূল সিদ্ধান্ত গ্রহণকারীতার ইচ্ছা-অনিচ্ছাই সবনতুন সঙ্গী নিয়ে সংসার শুরুর সময়ই সন্তানকে সব বুঝিয়ে বলুনতাকে পরিচয় করিয়ে দিনসন্তানের সঙ্গে নতুন মানুষের বোঝাপড়া ভালো হলে বা বন্ধুত্ব গড়ে উঠলে সিদ্ধান্ত নিতে সহজ হবেপ্রাচী আরও বলেন, “মা-বাবার পুনরায় বিয়ের পর সন্তানকে পর্যাপ্ত সময় দেওয়া উচিতআগের মতো পারিবারিক আবহ বজায় রাখতে হবেনতুন বাড়িতে উঠলে সেখানে সন্তান যেন পুরানো পরিবেশ খুঁজে পায়, সেই ব্যবস্থা করতে হবেহুট করেই তার আগের সব অভ্যাস পরিবর্তনের কথা বলা যাবে নাশিশুর হয়তো মা-বাবার সঙ্গে ঘুমানোর অভ্যাসতাকে যদি আলাদা ঘরে থাকতে বলা হয়, তখন সে ভাববে, নতুন মানুষের কারণে তার সব হারাতে হচ্ছেসন্তানের সীমাবদ্ধতা, পছন্দ-অপছন্দসব আগেই নতুন সঙ্গীকে জানিয়ে দিতে হবেযদি দুই পক্ষেরই আগের ঘরের সন্তান থাকে, তাহলে যথেষ্ট সহনশীল হওয়া উচিতকোনো ভেদাভেদ করা যাবে নাবাচ্চাদের মধ্যে কোনো ঝামেলা হলে তাদেরই সমাধান করতে দিনএক্ষেত্রে বিয়ের আগেই দুই পক্ষের সন্তানের মধ্যে পরিচয় করিয়ে দেওয়া সবচেয়ে ভালোএই অভিনয়শিল্পী মতে, “বিয়ের দিনও কৌশলী হতে হবেসন্তান যাতে মনে করে সেই-ই সবচেয়ে প্রাধান্য পাচ্ছে এবং সে একজন গুরুত্বপূর্ণ মানুষআসল কথা হল, সন্তান যারই হোক সে যেন বুঝতে পারে তার জীবনে নানান প্রাপ্তি যোগ হচ্ছেবিনিময়ে কিছুই হারাতে হচ্ছে নাতাহলে পরিবারে সুখ-শান্তি থাকবেসবচেয়ে বড় কথা হল, সবাইকে নিয়েই পরিবারদ্বিতীয় বিয়ের পর স্বামী এবং স্ত্রী দুজনকেই সহনশীল হয়ে সংসার করতে হবেআগের ঘরের সন্তান থাকলে তাকে সমান গুরুত্ব দিতে হবেযত কারণই হোক, সুখি হওয়ার জন্যই মানুষ পুনরায় জীবন শুরু করেআর পরিবারের সবাইকে নিয়েই সেটা সম্ভব

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন