টেক টিপ্‌স


ফেসবুককে রাঙ্গিয়ে তুলুন ইচ্ছেমত : ফেসবুকের মূল রং নীল। তবে চাইলে ফেসবুকে এখন ইচ্ছেমতো রংয়ে নিজের প্রোফাইল রাঙাতে পারেন। এজন্য www.ziddu.com/download/23075093/color-my-facebook-exe.html এ ভিজিট করুন।
বিজয় ইউনিকোড : সাধারণত কম্পিউটারে বাংলা লিখার জন্য বিজয় ব্যবহার করা হয়। কিন্তু বিজয় ফন্টে লেখা ইন্টারনেটে ব্যবহার করা যায় না। ইন্টারনেটে ব্যবহার করতে হয় ইউনিকোড। ব্লগ বা ফেসবুকে বাংলা লিখার জন্য ষ্ক্রঅভ্রম্ব বেশ নাম কুড়িয়েছে। তবে এর টাইপিং লেআউট বিজয় থেকে ভিন্ন হওয়ায় নতুনরা পড়েন বিপাকে। তাই আর অভ্র নয়, এবার ষ্ক্রবিজয় বায়ান্নম্ব দিয়ে ইউনিকোড লিখুন। ইউনিকোড লিখার পূর্বে Unicode একটিভ করে নিন।
লুকিয়ে থাকুন গুগল থেকে : আপনার ফেসবুক একাউন্টটিকে চাইলে গুগল থেকে লুকিয়ে রাখতে পারেন। ফেসবুকের নিজের প্রোফাইলে ঢুকে এড্রেসবার থেকে প্রোফাইল লিংকটি কপি করুন। www.google.com/webmaster/tools/removals এ গিয়ে লিংকটি পেস্ট করুন। Create new removal request বাটনে ক্লিক করুন। ব্যাস এখন আপনি গুগল থেকে সম্পূর্ণ নিরাপদ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন